প্রকাশিত:
১৮ আগস্ট, ২০২৫
এতে প্রধান আলোচক হিসেবে উপস্তিত থাকবেন দেশবরেণ্য শিল্পী ও প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ডঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এর পরিচালক ডঃ ইয়াং হুই, গোপাল চন্দ্র ত্রিবেদী (চেয়ারম্যান প্রাচ্যকলা বিভাগ ঢাবি), ইসরাফিল রতন (সহযোগী অধ্যাপক ও প্রক্টর, গ্রাফিক্স ডিজাইন বিভাগ ঢাবি)। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ চঞ্চল।
শিল্পী নাজমুল হক বাপ্পী দেশে ও বিদেশে বহু একক চিত্র প্রদর্শন করেছেন, পেয়েছেন এক ডজনের বেশী পুরস্কার। প্রকৃতিপ্রেমী এই চিত্রশিল্পীর ভাবনা জুড়ে সব সময় স্থান পেয়েছে দেশের মাটির গন্ধ, সবুজের স্নিগ্ধতা, পাহাড় কিংবা সমুদ্র।
‘আমার শিল্পের অন্তকথন’ বিষয়ে শিল্পী বাপ্পী বলেন, ‘আয়োজিত অনুষ্ঠানে আমার শিল্পজীবন ও চিত্রকলা নিয়ে আমার দীীর্ঘদিনের যাত্রার আদ্যোপান্ত উপস্থাপন করব।'
বিভিন্ন শিল্পী, সাহিত্যি্ শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং শিল্পী নাজমুল হক বাপ্পীর অসংখ্য ভক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন।